‘আঙ্গুল ভেঙ্গেছে কী না আমরা জানি না। বাইরে থেকে বোঝা যাচ্ছিলে না।
শনিবার (২৭ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ৪১তম ওভারে মোস্তাফিজের করা একেবারে প্রথম বলে লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সিঙ্গেল নেয়ার সময় তা ঠেকাতে সাকিব এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটি স্ট্যাম্পে থ্রো করার সময় পড়ে যান। ওই সময় নিজের পুরো শরীরের ভার হাত দিয়ে প্রতিহত করতে গেলে আঙ্গুলে চোট পান।
পড়ে যাওয়ার পর কিছুক্ষণ স্ট্যাম্পের অদূরে তাকে শুয়ে থাকতে দেখা য্য়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেলে। সেখান থেকে চোটগ্রস্থ আঙ্গুলের এক্সরে করতে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম