শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস, ‘এক্স-রেতে সাকিবের আঙ্গুলে চিড় ধরা পড়েনি। তবে সেলাই লেগেছে।
এদিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ৪১তম ওভারে মোস্তাফিজের একেবারে প্রথম বলে লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সিঙ্গেলস নেয়ার সময় তা ঠেকানোর লক্ষ্যে সাকিব এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটি স্ট্যাম্পে থ্রো করার সময় পড়ে যান। ওই সময় নিজের পুরো শরীরের ভার হাত দিয়ে প্রতিহত করতে গেলে আঙ্গুলে চোট পান।
পড়ে যাওয়ার পর কিছুক্ষণ স্ট্যাম্পের অদূরে তাকে শুয়ে থাকতে দেখা য্য়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যালে। সেখান থেকে চোটগ্রস্থ আঙ্গুলের এক্স-রে করতে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস