ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট দু’দিন পেছালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট দু’দিন পেছালো

রাজশাহী: রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুইদিন পিছিয়েছে। পূর্ব নির্ধারিত ২৮ জানুয়ারির (রোববার) বদলে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হবে।

রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল এ টুর্নামেন্টের আয়োজন করেছে। মাঠ সমস্যার কারণে টুর্নামেন্টটি দুইদিন পিছানো হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধায় টুর্নামেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংগঠনটি মহাসচিব রেজাউল করিম রাজু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক তবিবুর রহমান মাসুম, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সদস্য কাজী শাহেদ, শ ম সাজু, কবীর তুহিন ও জাবীদ অপু।  

এ টুর্নামেন্টে ৬টি দল অংশ নিবে। দলগুলো হলো- ব্লেজিং এডিটর, জার্নালিস্ট সিক্সার্স, মিডিয়া গ্লাডিয়েটর্স, জার্নালিস্ট ওয়ারিয়র্স, ডায়ানামিক রিপোটার্স ও সুপার ফোকাস।  

এর মধ্যে ব্লেজিং এডিটরের স্বত্ত্বাধিকারি হয়েছেন মো. লিয়াকত আলী, জার্নালিস্ট ওয়ারিয়র্স-এর রেজাউল করিম রাজু, জার্নালিস্ট সিক্সার্সের ইউনুস আলী, মিডিয়া গ্লাডিয়েটর্সের কাজী শাহেদ, ডায়ানামিক রিপোটার্সের শিবলী নোমান ও সুপার ফোকাসের স্বত্ত্বাধিকারি হয়েছেন আহসান হাবিব অপু।  

এর আগে গত ১৮ জানুয়ারি খেলোয়াড়দের নিলাম সম্পন্ন হয়েছে। প্রতিটি দলে ১৭ জন খেলোয়াড় রয়েছেন। টুর্নামেন্ট কমিটি সকল খেলোয়াড়কে জার্সি ও ট্রাউজার প্রদান করবে।  

খেলার সূচি
৩০ জানু: মিডিয়া গ্লাডিয়েটর্স-ডায়ানামিক রিপোটার্স (সকাল ১০টায়)
৩০ জানু: ব্লেজিং এডিটর-জার্নালিস্ট সিক্সার্স (দুপুর ১টায়)
৩১ জানু: মিডিয়া গ্লাডিয়েটর্স-জার্নালিস্ট ওয়ারিয়স (সকাল ১০টায়)
৩১ জানু: ব্লেজিং এডিটর-সুপার ফোকাস (দুপুর ১টায়)
০১ ফেব্রু: জার্নালিস্ট ওয়ারিয়স-ডায়ানামিক রিপোটার্স (সকাল ১০টায়)
০১ ফেব্রু: সুপার ফোকাস-জার্নালিস্ট সিক্সার্স (দুপুর ১টায়) 
০২ ফেব্রু: ২টি সেমিফানাল (সকাল ১০টায় ও দুপুর ১টায়)
০৩ ফেব্রু: বিরতি
০৪ ফেব্রু: ফাইনাল (বেরা ১১টায়)।  

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।