ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের ভালোর জন্য ‘চরিত্র বদলাবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
দলের ভালোর জন্য ‘চরিত্র বদলাবেন’ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ-ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দলের ভেতরে নিপাট ভদ্রলোক। দলের জুনিয়রদের কাছে তিনি পাশের বাড়ির বড় ভাইটার মতো, আর যারা সমসাময়িক তাদের কাছে বন্ধুই তার একমাত্র পরিচয়। তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানের ইনজুরি যাকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার।

মাহমুদউল্লাহ মানেই নম্র-ভদ্র আর ঠাণ্ডা মেজাজ-এই অবতার ভুলে দলের ভালোর জন্য সতীর্থদের সঙ্গে গরম দেখাতেও রাজি তিনি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্ন করা হয়েছিল এই বলে, দলের ভেতর সতীর্থ হিসেবে আপনার ভালো ইমেজ।

সবাই আপনাকে কাছের মানুষ হিসেবেই চেনেন। অধিনায়ক হয়ে কি সেই ক্যারেক্টার বদলাবেন?

এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, আমি কোন কিছু ছাড় দেব না। টিমের জন্য যেটা ভালো হয় সেটার জন্য প্রয়োজনে রুঢ়ভাবেও হোক সেটি আদায় করবো। কারণ বাংলাদেশ দলকে ভালো কিছু দিতে হবে। এজন্য সর্বোচ্চটা করতে আমি রাজি। ’

তবে শুধু সতীর্থদের বকাঝকা করবেন না অধিনায়ক, অনুপ্রেরণা নিয়েও হাজির হবেন তিনি।

উপরের বার্তা দেওয়ার পর পরেই তাই বলেন, ‘সতীর্থদের অনুপ্রাণিত করবো। এতে সর্বোচ্চটা বেরিয়ে আসবে। ’

সাকিব আল হাসান না থাকায় অধিনায়কত্ব চলে এসেছে মাহমুদউল্লাহর ঘাড়ে। এভাবে নেতৃত্ব নিজের কাছে আসুক তা কখনও চাননি তিনি।

তিনি বলেন, যেভাবে নেতৃত্ব পেয়েছি, সেভাবে পেতে চাইনি কখনো। কারণ সাকিব আল হাসান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে হারানো দলের জন্য বড় একটা বিপর্যয়ই বলতে হবে। ওর মতো টপ ক্লাস ক্রিকেটারকে না পাওয়া দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। ’

তবে হঠাৎ করে আসা এই সুযোগকে একদিক দিয়ে স্বপ্নপূরণই ভাবছেন তিনি। ‘তারপরও দিন শেষে আমরা সবাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করাও একটা সুযোগ। ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার। সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই এটি স্বপ্নপূরণ। ’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।