ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে টপকে নতুন উচ্চতায় মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
তামিমকে টপকে নতুন উচ্চতায় মুমিনুল ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যারিয়ারে নতুন উচ্চতায় পা রাখলেন মুমিনুল হক। দেশের হয়ে টেস্টে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড গড়েছেন বাংলাদেশ ক্রিকেটের ‘লিটল মাস্টার’। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে।

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। ২৬তম টেস্টের ৪৭ নম্বর ইনিংসে দুই হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন।

এ তালিকায় নাম লেখাতে ওপেনার তামিমকে খেলতে হয়েছিল ৫৩টি ইনিংস।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলের পর বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২ হাজার রান করলেন মুমিনুল।

এ ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে দুই হাজার থেকে ১৬০ রান দূরে ছিলেন মুমিনুল। ওয়ানডে মেজাজে ৯৬ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটিং জিনিয়াস। এটি তার পঞ্চম টেস্ট শতক। চারটিই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অন্যটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সীমিত ওভারে মুমিনুলের কোনো সেঞ্চুরি নেই। তিন বছরের বেশি সময় পর তিন অঙ্কের দেখা পেয়েছেন।

মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডেরও জন্ম দিয়েছেন ২৬ বছর বয়সী মুমিনুল।

মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটি

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।