ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানি লতিফের নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, ফেব্রুয়ারি ১, ২০১৮
পাকিস্তানি লতিফের নিষেধাজ্ঞা বহাল ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন দেশটির ক্রিকটোর খালিদ লতিফ। পাশাপাশি তাকে ১০ লাখ রুপিও জরিমানা করা হয়। লতিফ এই শাস্তির বিরুদ্ধে আপিল করলে তার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফ থেকে নিষিদ্ধ হন লতিফ। তবে নিষেধাজ্ঞা বহাল থাকলেও যে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল, সেটা তুলে নেয়া হয়েছে।

এদিকে দেশটির আরেক ব্যাটসম্যান শারজিল খানও পিএসএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। আর জড়িত না থাকলেও দুর্নীতির বিষয়ে সময়মতো রিপোর্ট করতে না পারায় আড়াই বছর নিষিদ্ধ হয়েছেন পেসার মোহাম্মদ ইরফান আর অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

তদন্ত চলছে পাকিস্তানের আরও দুই ক্রিকেটার শাহজাইব খান আর নাসির জামশেদের বিরুদ্ধে। তারা আপাতত সাময়িক নিষেধাজ্ঞায় আছেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।