ডু প্লেসিসকে এই চোটের কারণে আগামী তিন থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যেখানে প্রোটিয়া ম্যানেজম্যান্টের শঙ্কা, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে চার ম্যাচের টেস্ট সিরিজের শুরুর দিকে হারাতে পারেন তাকে।
ব্যাটসম্যান ফারহান বেহারদিনকে ডু প্লেসিসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে। যেখানে হেনরিখ ক্লাসেন রয়েছেন ব্যাকআপ হিসেবে।
এই সিরিজের আগেই দল থেকে আঙ্গুলের চোটের কারণে ছিটকে যান আরেক তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই এখন প্রশ্ন উঠেছে দলের বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন কে? সিনিয়র ব্যাটসম্যান হাশিম আমলা হতে পারেন। তবে তিনি অধিনায়কত্ব নিতে অনিচ্ছুক সেটা আগেই জানিয়ে দিয়েছেন।
ফলে একমাত্র মিডলঅর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনিই অবশিষ্ট রয়েছেন। তার অবশ্য ঘরোয়া দল কেপ কোবরাকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নেওয়ার কৃতিত্ব রয়েছে। এছাড়া গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-২০ ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি।
আগামী ৪ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দ.আফ্রিকা ও ভারত। যেখানে প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস