ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার বলিংগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার বলিংগার ছবি: সংগৃহীত

২২ গজের প্রতিযোগিতামূলক ম্যাচে আর বল হাতে দেখা যাবে না সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডগ বলিংগারকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি।

অজিদের জার্সিতে বলিংগারকে সবশেষ দেখা গেছে সিডনিতে ২০১৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচে। এটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ক্যারিয়ারে ১২ টেস্টে ৫০ উইকেটের মালিক বলিংগার। সীমিত ওভারে ৩৯ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৬২টি। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে সমান ৯ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৪টি ম্যাচ খেলেছেন নিজের প্রজন্মের এই প্রতিভাবান ফাস্ট বোলার। নামের পাশে ৪১১ উইকেট। ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় (‘লিস্ট এ’ ক্রিকেট) ১৩৪ ম্যাচে ২০৩টি উইকেট লাভ করেন। আর টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২৯ ম্যাচে উইকেট সংখ্যা ১৩৯।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।