তবে ব্যাট হাতে ঠিকই সাফল্য পেয়েছেন। ৭৬ বলে ৮ চার ও ১ ছয়ে খেলেছেন ৬৭ রানের এক দায়িত্বশীল ইনিংস।
এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদি মারুফের ৪১ ও সাজ্জাদুল হকের ৩৫ রানে ভর করে ২২৭ রানের স্বল্প সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
শেখ জামালের বোলিং তোপে প্রাইম ব্যাংকের টপঅর্ডার ও মিডলঅর্ডারের কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত ৩০ রানের কোঠাও ছুঁতে পারেননি। ওপেনার শানাজ ১৪, টপঅর্ডারে জাকির হাসান ২৭, কুনাল চান্ডেলা ১২, মিডল অর্ডারে আল আমিন ২৬, আরিফুল হক ১২ ও নাহিদুল ইসলাম ফিরেছেন ১৫ রানে।
তবে লোয়ার অর্ডারে সাজ্জাদুলের ৩৫ ও দেলোয়ার হোসেনের ২৬ রানে ২২৭ রানে থামে প্রাইম ব্যাংক।
বল হাতে শেখ জামালের হয়ে রকিবুল হক ৩টি, আবু জায়েদ রাহি, ইলিয়াস সানি ২টি করে এবং নাজমুল ইসলাম ও সোহাগ গাজী নিয়েছেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ২২৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে জিয়াউর রহমানের ৬৭ এবং সৈকত আলী ও দিগ্বিজয় রাঙ্গির ৩৯ রানে ৫ উইকেটের খরচায় ২২৯ রান সংগ্রহ করে শেখ জামাল।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস