যেখানে একটি স্পোর্টস শু’র প্রচারে করেছিলেন অশ্বিন। একটি ট্যুইট করেন।
অশ্বিনের টুইটের পর গিবস যে পাল্টা টুইটটি করেছিলেন, সেখানে বলা ছিল, ‘আশা করি এবার তুমি আরও জোরে দৌড়োতে পারবে। ’ পাল্টা অশ্বিন লেখেন, ‘তুমি যতটা জোরে বলছ তত জোরে হয়ত দৌড়োতে পারব না। দুর্ভাগ্যজনকবশত তোমার মতো ভাগ্য আমার নয়। তবে আমার মাথাটা খুব পরিষ্কার। তাই কখনো ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়িনি। ’
এরপরই গিবস লেখেন, ‘আমি মজা করেছিলাম। তুমি বুঝলে না। ’ পরে অশ্বিন লেখেন, ‘আমিও মজা করেই জবাব দিয়েছি। মানুষ কীভাবে তা গ্রহণ করছে তার উপর সবকিছু নির্ভর করে। ’
ফিক্সিংয়ের টুইটটি ডিলিট করে অশ্বিন ফের লেখেন, ‘যা আমার কাছে স্পর্শকাতর তা অন্যের কাছে নাও হতে পারে। যা তোমার কাছে স্পর্শকাতর তা হয়তো আমার কাছে নয়। আমার পরিবার ও ভক্তদের শ্রদ্ধা করি বলেই টুইটটি ডিলিট করেছি। ’
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস