কোহলির পাশপাশি মাহেন্দ্র সিং ধোনি, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে বসিয়ে রাখা হতে পারে।
কোহলি যে এই সিরিজে খেলছেন না, তা আগেই দেশটির সংবাদ মাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছিল।
ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। আজই (২৪ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্যদিয়ে সফরের শেষ ম্যাচ খেলবে ভারত। যেখানে গত প্রায় দুই মাস ধরে সেখানে রয়েছে তারা। তাই কোহলিসহ সিনিয়রদের বিশ্রাম দেওয়ার চিন্তা করছে বিসিসিআই।
ত্রিদেশীয় সিরিজে অন্য দুই দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ৬ মার্চ শুরু হবে টুর্নামেন্টটি। আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে রবিন রাউন্ড পদ্ধিতিতে দু’বার করে খেলবে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস