ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা মাশরাফির আবাহনীর সামনে মোহামেডান বাধা। হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে পেয়ে বড় স্কোর গড়তে পারেনি তারা। চতুর্থ জয় পেতে মোহামেডানের টার্গেট পঞ্চাশ ওভারে ২৬০।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের ম্যাচটিতে ২ বল বাকি থাকতে ২৫৯ রানে থামে আবাহনীর ইনিংস। সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে।
ওপেনার এনামুল হক বিজয় ৬৩ রানে আউট হন। ৩ রানের জন্য অর্ধশতক বঞ্চিত রানআউটের শিকার মোহাম্মদ মিঠুন। নাজমুল হোসেন শান্ত ও মাশরাফি বিন মর্তুজা দু’জনই ২৬ রান করেন।
তিনটি উইকেট দখলে নেন মোহাম্মদ আজিম। একটি করে বিপুল শর্মা, শুভাশিষ রায়, কাজী অনিক, তাইজুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।