বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করা গাজী গ্রুপ ৩২.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায়। জবাবে ৩২.১ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপগঞ্জ।
১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি রুপগঞ্জকে। শেষ দিকে ভারতীয় রিক্রুট পারভেজ রসুলের অপরাজিত ৬১ রানের কল্যাণে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। গাজীর স্পিনার নাঈম হাসান ৩ উইকেট নেন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শরীফের বোলিং তোপে পড়ে গাজী। সর্বোচ্চ ৭৫ করেন নাদিফ চৌধুরী। তবে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। শরীফ ৬.৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। এছাড়া ৩ উইকেট পান আরেক পেসার মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস