মাউন্ট মঙ্গানুইয়ে চমৎকার ফিল্ডিংয়ে কিউইদের ২২৩ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। সহজ লক্ষ্যটা ৬ উইকেট ও ৭৩ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের চমৎকার ফিল্ডিং-বোলিংয়ে ৪৯.২ ওভারে সবকটি হারিয়ে মাঝারি পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা। চারজন হন রানআউট। এরা হলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রস টেইলর (১০), কলিন ডি গ্র্যান্ডহোম (৩৮), টিম সাউদি (৬) ও ট্রেন্ট বোল্ট (২)।
অর্ধশতক হাঁকান ওপেনার মার্টিন গাপটিল (৫০)। টম ল্যাথাম ২২ রানে সাজঘরে ফেরেন। আট নম্বরে নেমে অপরাজিত ৬৩ রানে কার্যকরী এক ইনিংস উপহার দেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। দু’টি করে উইকেট নেন ক্রিস উকস, মঈন আলী ও গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা স্টোকস। প্রথম ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট থেকে আসে ১২।
পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। ওয়েলিংটনে শনিবার (৩ মার্চ) গড়াবে তৃতীয় ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম