বলা বাহুল্য এই মাশরাফি ছিলেন বলেই গেল বছর শ্রীলঙ্কার মাটিতেও টি-টোয়েন্টিতে সিরিজ ড্র’ করে দেশে ফিরেছিল বাংলাদেশ।
শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই কেন? ‘মাশরাফি একজনই হয়’-এমন উপলব্ধি দেশের ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিনেরও।
লিগের এই পর্যন্ত খেলা ৬ ম্যাচে মাশরাফির উইকেট ১৫টি। খুব কাছে থেকেই মাশরাফি তাণ্ডব দেখছেন সালাহউদ্দিন। তাই ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় উপমহাদেশের তিন জাতির ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নড়াইল এক্সপ্রেস দলে থাকলে বাংলাদেশের বোলিং আক্রমণ আরও সমৃদ্ধ হতো বলে মত তার। সালাহউদ্দিন বলেন, ‘আমি মনে করি যে মাশরাফি খেলতে পারলে খুব ভালো হতো। কারণ পুরো ঘরোয়া ক্রিকেট দেখার পর আমার কাছে মনে হয়েছে যে, মাশরাফি আমাদের মেইন পেস বোলার। মোস্তাফিজ তো ভালো করছেন, মাশরাফি থাকলে একটা অভিজ্ঞতাসম্পন্ন বোলার থাকতো। মোস্তাফিজ কিন্তু সাধারণত নতুন বলে কম বল করে। ’
‘আমাদের আসলে নতুন বলে স্ট্রাইক বোলার নেই। মাশরাফি থাকলে খুব ভালো হতো। এছাড়া বাকিদের আপনারা কিভাবে ব্যবহার করবেন, সেই বোলারটাকে কোথায় ব্যবহার করবেন, সেটার ওপর আসলে ডিপেন্ড করে আপনার স্ট্রেন্থ কেমন হবে। তারপরও আমি বলবো, খুব বেশি বোলার আমাদের নেই যারা আসলে টি-টোয়েন্টিতে ভালো বল করবে। ’-যোগ করেন সালাহউদ্দিন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার দল গাজী গ্রুপের অনুশীলন শেষে তিনি একথা বলেন।
কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফি নামে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াডে পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক। তবে এদের মধ্যে সালাহউদ্দিন মাশরাফিকেই এগিয়ে রেখেছেন।
ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া তৃতীয় দল হিসেবে অংশ নিচ্ছে ভারত।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস