ম্যাচসেরা কেভিন পিটারসেন ৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার আসাদ শফিক ২২ ও শেন ওয়াটসন ১৩ রান করেন।
ইংলিশ পেসার স্টিভেন ফিন তিনটি উইকেট নেন। অন্যটি মোহাম্মদ সামির।
এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ১৩৪ রান তোলে ইসলামাবাদ। সর্বোচ্চ ৪৩ রান (২৬ বল) করেন ওপেনার লুক রনকি। দলপতি মিসবাহ উল হক ২২, জেপি ডুমিনি ১৪, ফাহিম আশরাফ ২১ রানে (রানআউট) সাজঘরের পথ ধরেন।
আনোয়ার আলী, রাহাত আলী, জন হ্যাস্টিংস, হাসান খান ও ওয়াটসন একটি করে উইকেট নেন। মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেননি সরফরাজ।
ছয় দলের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোয়েটা। ১ জয় ও ২ হারে পাঁচে ইসলামাবাদ। টানা তিন ম্যাচ জিতে শীর্ষে করাচি কিংস।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১ মার্চ, ২০১৮
এমআরএম