২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৭ করতে সমর্থ হয় আবাহনী। বল হাতে চার উইকেটশিকারি মাশরাফির ব্যাট থেকে আসে ২২।
দুর্দান্ত ইনিংস খেলে ব্যক্তিগত ৭৫ রানে রানআউটের শিকার ওপেনার সাইফ হাসান। ৪২তম ওভারে তার বিদায়ে ১৭৬ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত টানা সাত ম্যাচ জয়ের লক্ষ্য পূরণ হয়নি আবাহনীর। বৃথাই যায় অধিনায়ক নাসির হোসেনের ৬৫। এনামুল হক বিজয় ৫, মোসাদ্দেক হোসেন সৈকত ১৬, মোহাম্মদ রাকিব ২৫ রান করেন। চারটি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৬ রান তোলে প্রাইম ব্যাংক। ৮৪ রানের ইনিংস খেলেন আল আমিন। উদীয়মান জাকির হাসান করেন ৬২। ভারতের ইউসুফ পাঠান ২৮ রানে সাজঘরে ফেরেন। মাশরাফির বোলিং জাদু চলছেই
১২ দলের পয়েন্ট টেবিলে সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আবাহনী লিমিটেডের দখলেই। তৃতীয় জয়ের দেখা পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ পয়েন্টে সাত নম্বরে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম