শুক্রবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের ছুঁড়ে দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.৪ ওভারে ১৭০-এ গুটিয়ে যায় গাজীর ইনিংস। ৯৫ রানের দাপুটে জয় পায় শেখ জামাল।
সর্বোচ্চ ৬৭ রান করেন ভারতের গুরকিরাত সিং। ওপেনার মেহেদী হাসান ৩৬, মুমিনুল হক ১০, নাদিফ চৌধুরী ২০ রানে সাজঘরের পথ ধরেন। দু’টি করে উইকেট লাভ করেন সাজেদুল ইসলাম, সোহাগ গাজী, কাজী কামরুল ইসলাম ও ইলিয়াস সানি। বাকি দু’টি নেন জালাজ সাহাই সাক্সেনা ও রবিউল হক।
এর আগে সপ্তম রাউন্ডের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২৬৫ রান তোলে শেখ জামাল। সেঞ্চুরি হাঁকিয়ে ১১৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সৈকত আলী। আরেক ওপেনার হাসানুজ্জামান করেন ৪৫। সোহাগ গাজী ও নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা ইলিয়াস সানি ৩৩ রানের ইনিংস খেলেন।
কামরুল ইসলাম রাব্বি ও নাঈম হাসান দু’টি করে উইকেট নেন। একটি করে পান মেহেদী হাসান ও গুরকিরাত।
সাত ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে শেখ জামাল। টানা ছয় জয়ের পর হারের স্বাদ পেলেও শীর্ষেই মাশরাফি-নাসিরের আবাহনী (১২)। মোহামেডানের (পঞ্চম, পয়েন্ট ৭) সঙ্গে ম্যাচ টাই করে দ্বিতীয় স্থানে ৯ পয়েন্টের মালিক প্রাইম দোলেশ্বর। ১ পয়েন্ট পিছিয়ে তিনে এক ম্যাচ কম খেলা লিজেন্ডস অব রূপগঞ্জ। ১২ দলের মধ্যে তলানির ১১-তে গাজী।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম