প্রথমে ব্যাট করা ইসলামাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ করে। ৩৪ রান করেন জেপি ডুমিনি।
লাহোরের হয়ে ইয়াসির শাহ ৩টি ও সোহেল খান ২টি উইকেট নেন। মোস্তাফিজ ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আঘা সালমানের ৪৮ ও ম্যাককালামের ৩৪ রান সত্ত্বেও ১৯.৪ ওভারে ১২১ করলে ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায়। সামিত প্যাটেল ও মোহাম্মদ সামি ৩টি করে উইকেট পান।
পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করা লাহোর ১ উইকেট হারিয়ে ১৫ রান তোলে। কিন্তু বোলিংয়ে আসা মোস্তাফিজ প্রথম ৫ বলে ১৩ রান দিলেও, শেষ বলে আন্দ্রে রাসেল ছক্কা হাঁকালে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামাবাদ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস