শনিবার (০৩ মার্চ) রাজধানীর শেখ জামাল ক্রিকেট একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্লাবের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসবির একথা জানান।
দিনব্যাপী এ বনভোজনে শেখ জামাল ক্রিকেট একাডেমির শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সাবেক খেলোয়াড়দের মিলন মেলা বসে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মনজুর কাদের, সাবেক ফুটবলার আব্দুল গফ্ফার, ক্লাবের পরিচালক ইকবাল খোকন প্রমুখ।
বনভোজন প্রসঙ্গে সাফওয়ান সোবহান তাসবির বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে এটা আমার প্রথম অনুষ্ঠান। এখানে এসে সবাইকে একসঙ্গে পেয়েছি। তাছাড়া ক্লাবের জন্য কিছু করতে পারছি, ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া, এখানে নতুন নতুন খেলোয়াড় তৈরি করা সব কিছু খুবই ভালো লাগছে’।
তিনি বলেন, ‘ধানমন্ডির এই মাঠে আমার বহু স্মৃতি রয়েছে। ছোট বেলায় আমি এ মাঠে অনেক খেলা করেছি। এখন বাচ্চাদের নিয়ে খেলাধুলোয় যে অবদান রাখতে পারছি, এটা অনেক আনন্দের বিষয়’।
ক্লাবের উন্নয়নে পরিচালক ইকবাল খোকনসহ সবার বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ক্লাবের প্রেসিডেন্ট বলেন, ক্লাবের উন্নয়নে পরিচালকসহ সবাই অক্লান্ত পরিশ্রম করছেন।
এসময় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবকে সমনের দিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন ক্লাবের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসবির।
সব শেষে বিকেলে ছিল এক মনোজ্ঞ সাংষ্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ, ০৩, ২০১৮
এসআইজে/জিপি