তামিম ৩৭ ও আকমল ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই হারের হতাশায় ডুবলো লাহোর।
সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার ফখর জামানের ব্যাট থেকে। অধিনায়ক ম্যাককালাম করেন ১৫। রানআউট হন ওমর আকমল (১৫)। তিনটি করে উইকেট দখল করেন হাসান আলী ও স্পিনার লিয়াম ডসন। দু’টি নেন ওয়াহাব রিয়াজ।
ছয় দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে প্রথম জয়ের অপেক্ষার থাকা লাহোর। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে হাফিজ-তামিমের পেশোয়ার। সমান ১ পয়েন্ট এগিয়ে মুলতান সুলতানস ও এক ম্যাচ কম খেলে শীর্ষস্থানধারী করাচি কিংস। চারে কোয়েটা গ্লাডিয়েটর্স (৫ ম্যাচে ৪) ও পাঁচে ইসলামাবাদ ইউনাইটেড (৪ ম্যাচে ৪)।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এমআরএম