আগেরদিন মিচেল স্টার্ক-নাথান লায়নের বোলিং তোপে ধস নামে দ. আফ্রিকার ব্যাটিং লাইনআপে। ৭১ রানে অপরাজিত থেকে যান এবি ভিলিয়ার্স।
একাই পাঁচটি উইকেট শিকার করেন স্টার্ক। স্পিনার লায়ন নেন তিনটি। একটি করে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।
নিজেদের দ্বিতীয় ইনিংস দিয়ে তৃতীয় দিন শুরু করে অজিরা। বোলিং নৈপুণ্যে লড়াইয়ে ফেরে স্বাগতিক শিবির। কিন্তু প্রথম ইনিংসে ১৮৯ রানের ঘাটতি অনেক পিছিয়ে দিয়েছে তাদের।
ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, অধিনায়ক স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩ রানে সাজঘরের পথ ধরেন। প্রথম ইনিংসে ৯৬ রানের চমৎকার ইনিংসে দলকে তিনশ’ পার করানো মিচেল মার্শ ৬ রানে বিদায় নেন।
তিনটি করে উইকেট লাভ করেন মরনে মরকেল ও স্পিনার কেশব মহারাজ। কাগিসো রাবাদা দু’টি ও একটি নেন ডিন এলগার।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এমআরএম