নিদাহাস ট্রফি মিশনে দেশ ছাড়লো টাইগাররা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে অংশ নিতে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। রোববার (৪ মার্চ) দুপুর ১টা’য় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। তিন ঘণ্টা ভ্রমন শেষে বিকেল ৪টা নাগাদ তাদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।
টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৬ সদস্য টাইগার স্কোয়াডের ১৩ জন দেশ থেকে রওনা হয়েছেন। বাকি তিনজন, তামিম ইকবাল, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাইয়ে অবস্থান করায় দলের সাথে ছিলেন না।
তবে দুবাই থেকে তাদের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।