তাসামুল খেলেছেন ১০৬ আর আশরাফুলের অপরাজিত থেকেছেন ১০২ রানের ঝলমলে ইনিংসে। এই রান সংগ্রহ করতে ‘অ্যাশ’ খেলেছেন ১৩৬টি বল যেখানে ১০টিই চারের মার ছিল।
এর আগে রোববার (৪ মার্চ) বিকেএসপির ৩ নাম্বার মাঠে টস জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলাবাগান। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শাহরিয়ার নাফিসের ৯৯ ও আজমির আহমেদের ৫৮ রানে ৯ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক।
বল হাতে কলাবাগানের হয়ে আকবর উর রেহমান ৩টি, মুক্তার আলী, মাহমুদুল হাসান ২টি করে এবং মোহাম্মদ আশরাফুল ও নাহিদ হাসান নিয়েছেন ১টি করে উইকেট নেন।
জবাবে, ২৫২ রানের লক্ষ্যে খেলতে নামা কলাবাগান দলীয় ২১ রানে ওপেনার জসিম উদ্দিনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে তাসামুল হক ও মোহাম্মদ আশরাফুলের ১৮৯ রানের অনবদ্য জুটিতে ২০৯ রানের সংগ্রহ এনে দিয়ে দলকে জয়ের সুবাস পাইয়ে দেন।
এরপর ব্যক্তিগত ১০৬ রানে তাসামুল শফিউলের বলে আল-আমিনের ক্যাচ হয়ে ফিরে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন আশরাফুল।
১০২ রানের অপরাজিত থাকা এই টপঅর্ডারকে ক্রিজের অপর প্রান্ত থেকে সঙ্গ দিয়েছেন লোয়ার মিডল অর্ডারে তাইবুর রহমান। ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলে ৫ উইকেটে ২৫৬ সংগ্রহ করে জয় নিশ্চিত তবেই মাঠ ছেড়েছেন।
অগ্রণী ব্যাংকের হয়ে বল হাতে শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ২টি করে এবং অপর উইকেটটি নিয়েছেন বাঁহাতি পাক স্পিনার রাজা আলী দার।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস