ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় এক ধাক্কাই খেল আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাড়া ফেলে দেওয়া আফগানদের মাটিতে নামিয়েছে স্কটল্যান্ড। ১৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে বাছাইপর্বের প্রথম ম্যাচে পুরো আলোটা কেড়ে নেন কালাম ম্যাকলিওড।

বুলাওয়েতে ২৫৬ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই টপকে যায় স্কটিশরা। ম্যাকলিওডের ১৪৬ বলের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ২৩টি চার ও ১টি ছক্কার মার।

২১ রানে দুই উইকেট হারানোর পর ম্যাকলিওডের সঙ্গে ২০৮ রানের জুটি গড়া রিচি বেরিংটনের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৬৭। দুই স্পিন সেনসেশন মুজিব উর রহমান দু’টি ও অন্য উইকেটটি নেন রশিদ খান।

ছবি: সংগৃহীতএর আগে টসে হেরে ব্যাটিংয়ে পেয়ে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৫ রান তোলে আফগানরা। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত রানআউটের শিকার মোহাম্মদ নবী। নাজিবুল্লাহ জাদরান ৬৭, ওপেনার মোহাম্মদ শাহজাদ ৩০ রান করে আউট হন। তিনটি করে উইকেট লাভ করেন বেরিংটন ও ব্র্যাড হুইলার। সাফিয়ান শরীফ দু’টি ও বাকি উইকেটটি নেন স্পিনার মার্ক ওয়াট।

১০ দলের বাছাইপর্ব থেকে সেরা দু’টি টিম নাম লেখাবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে। অন্যতম ফেভারিট আফগানিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

পাঁচ দলের ‘বি’ গ্রুপে আফগানদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ নেপালকে উড়িয়ে দেওয়া স্বাগতিক জিম্বাবুয়ে। ৬ মার্চ (মঙ্গলবার) বুলাওয়েতে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।