যা দিনশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উপহার দিয়েছে ২৯ রানের জয়।
দলের সর্বোচ্চ সংগ্রাহক রকিবুল হাসান।
দলের বাকিদের সংগ্রহ রনি তালুকদার ৫, আমিনুল ইসলাম ০, ইরফান শুক্কুর ৮, বিপুল শর্মা ৪, এনামুল হক অপরাজিত ৬, তাইজুল ইসলাম ৬, কাজী অনিক ১ ও মোহাম্মদ আজীম ০।
গাজী গ্রুপের হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বি, নাঈম হাসান ৩টি করে এবং মেহেদি হাসান ও টিপু সুলতান নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে মঙ্গলবার (৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে আসিফ আহমেদের ৩৫ ও নাদিফ চৌধুরীর ২৮ রানে ৩৫.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মোহামেডানের হয়ে বল হাতে কাজী অনিক ৪টি, মোহাম্মদ আজিম ৩টি, শামসুর রহমান, তাইজুল ইসলাম ও বিপুল শর্মা নিয়েছেন ১টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন নাঈম হাসান।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ৬ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম