ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৯৮/১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
১০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৯৮/১ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বড় সংগ্রহের দিকে চোখ রাখছে লঙ্কানরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে অপরাজিত আছেন কুশাল মেন্ডিস (৪১) ও কুসাল পেরেরা (২২)।

এর আগে দলীয় পঞ্চম ওভারের তৃতীয় বলে দাসুন গুনাথিলাকাকে সরাসরি বোল্ড করেন মোস্তাফিজুর রহমান।

আসরে শ্রীলঙ্কারও এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। ফলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার জায়গায় পৌনে আটটায় শুরু হয়।

এর আগে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক লঙ্কানরা নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছিল। কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায়।

এ ম্যাচে দু’দলই নিজেদের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: ধানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশমান্থা চামিরা, নুয়ান প্রদিপ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।