ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের ঐতিহাসিক জয়ে মাশরাফির উচ্ছ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
দলের ঐতিহাসিক জয়ে মাশরাফির উচ্ছ্বাস মাশরাফি বিন মর্তুজা

ঢাকা: কলম্বোয় নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজ দলের ঐতিহাসিক ৫ উইকেটের জয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১০ মার্চ) রাতে মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পরপরই ফসবুকে স্ট্যাটাস দিয়েছেন লাল-সবুজের এই দিনবদলের দলপতি।  

মাশরাফির ফসবুকে স্ট্যাটাসলিখেছেন, ‘লাল, সবুজ উড়তে থাকুক অবিরাম….তোমাদের ডানাটা কাটাই থাক….’

বলে রাখা ভালো।

টি-টোয়েন্টিতে এই প্রথম ২০০ রানের দেখা পেলো বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের লক্ষ্যটি মামুলি ছিল না। ছিল ২১৫ রানের পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। যা করে ফেললো দুই বল বাকি থাকতেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫ উইকেটে করা ২১৫ রান টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা ছিল ১৯৩।

প্রেমাদাসা স্টেডিয়ামে এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ড গড়েছিল স্বাগতিকরা। এক ম্যাচ পর রেকর্ডটি নিজেদের করে নিল বাংলাদেশ।

তাই মাশরাফির এমন উচ্ছাস নিশ্চয়ই অমূলক নয়?

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।