মুশফিকুর রহিমের দাপুটে এক ইনিংস থেকেই ঐতিহাসিক এ জয়ে এসেছে। আর এই দাপুটে ইনিংস ও ঐতিহাসিক জয় নিজের ৩৫ দিনের পুত্র সন্তান শাহরুজ রহিম মাইয়ানকে উৎসর্গ করছেন তিনি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপরে তুলে ধরেন নিজের ছেলের কথা।
নিজ পরিবারের নতুন অতিথিকে তার ইনিংসটি উৎসর্গ করে মুশফিক বলেন, ‘আমি ইনিংসটা আমার ছেলেকে উৎসর্গ করছি। ’
মুশফিকসহ দলের বাকি ব্যাটসম্যানদের ভালো পারফরম্যান্সে প্রেমাদাসায় অবিশ্বাস্যভাবে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৫ রানের রেকর্ড তাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই প্রথম। মুশফিক করেন ৩৫ বলে ৭২ রান, যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৮
এমএসি/জিপি