এর আগে গেল ৬ মার্চ অস্ট্রেলিয়ার পথে দেশ থেকে রওনা হয়ে প্রথমে শ্রীলঙ্কা যান এই বিশ্বসেরা অলরাউন্ডার। ৮ মার্চ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ দেখে পরদিন সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে যান।
অস্ট্রেলিয়া পৌঁছে বিশেষজ্ঞ চিকিৎসককে আঙুল দেখিয়ে এরপর দেশে ফেরেন। তবে তার আঙুলের সবশেষ অবস্থা কী তা এখনও জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। বিসিবি চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানালেন, ‘সাকিব আজকেই ফিরেছে। আমরা ওর আঙুল এখেনও দেখিনি। কাল দেখবো। ’
গেল ২৭ জানুয়ারি ঘরের মাঠে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর চোট পান সাকিব। সে ম্যাচে আর মাঠে নামা হয়নি। পরে লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন মাঠের বাইরে। সর্বশেষ ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় নিদাহাস ট্রফি টি-২০ সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম