ছবি: সংগৃহীত
বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রানের ক্লাবের সদস্য হলেন ‘মিস্টার কুল’ মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের আগে এই অর্জনে নাম লেখান তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
রোববার (১৬ মার্চ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে নামার আগে এক হাজার রান থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ।
বলা বাহুল্য, চলমান নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৮ বলে অপরাজিত ৪৩ রানে টুর্নামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে হাজার রান সংগ্রহাকের তালিকায় ১৪২৫ রান নিয়ে সবার ওপরে আছেন তামিম। দুই নম্বরে থাকা সাকিবের সংগ্রহ ১২৩০। মুশফিকের নামের পাশে ১০১২ রান।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।