পাত্রী ফারিহা তারই পছন্দের। মিরপুরে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে সম্মান দ্বিতীয় বর্ষে পড়েন।
বিষয়ের সত্যতা স্বীকার করে মুমিনুল বাংলানিউজকে বলেন, ‘বিয়ে তো করতেই হবে। ভাবছি ২০২০ সালেই বিয়ে করে ফেলবো। কিছুদিন আগেই এনগেজমেন্ট হয়েছে। ’
প্রেমের কথা জানতে চাইলে অস্বীকার করেননি প্রিন্স অব ক্সবাজার। ‘আমিই পছন্দ করেছি। পরে পরিবার থেকে সব কিছু ঠিক হয়েছে। আগেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি। ’
মাস তিনেক ও হয়নি সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাগরিকায় ৯৬ বলে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ানের খেতাব জিতেছেন মুমিনুল।
২০১০ সালে লর্ডসে ৯৪ রানের ‘এপিক’ সেঞ্চুরিতে তার সামনে কেবল তামিম ইকবাল। ৪৭ ইনিংসে দুই হাজার রানের সীমানাও অতিক্রম করে গেছেন প্রথম দিনেই। ৫৩ ইনিংসে এত দিন এই ক্লাবে সবচেয়ে ‘দ্রুততম’ ছিলেন তামিম।
হাথুরুর রোষানলে পড়ে দিন দিন অবহেলার পাত্র হয়ে ওঠা টাইগারদের সবচাইতে বেশি গড়ধারী (৫৪.০৮) এই টেস্ট স্পেশালিস্ট ওই সিরেজেই আবার নিজের জাতের প্রমাণ দিয়ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস