জোহানেসবার্গে প্রোটিয়াদের ৪৮৮ রানের জবাবে ২২১-এ গুটিয়ে যায় অজিদের ব্যাটিং লাইনআপ। হাতের ফ্র্যাকচার নিয়ে লড়াই করেন অধিনায়কের দায়িত্ব পাওয়া টিম পেইন (৬২)।
তিনটি করে উইকেট নেন ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও স্পিনার কেশব মহারাজ। অন্যটি ক্যারিয়ারের শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া মরনে মরকেলের।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে প্রোটিয়ারা। চার ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে হারের পর ব্যাক-টু-ব্যাক জয়ে লিড নেয় দ. আফ্রিকা। কেপটাউনে অনুষ্ঠিত আগের টেস্টে বল টেম্পারিং কলঙ্ক গায়ে মাখান স্মিথ-ওয়ার্নাররা। ওই ম্যাচে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৭-এ অলআউট হয় মনোবল হারানো অজিরা। জোহানেসবার্গেও তাদের সামনে বড় টার্গেট অপেক্ষা করছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৮
এমআরএম