সর্বশেষ মাশরাফির প্রায় একক পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আবাহনী লিমিটেড। শেষ ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে রান রেটে বেশ এগিয়ে থেকেই মাঠে নামবে আবাহনী।
এরইমধ্যে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ১৫ ম্যাচে ৩৮ উইকেট শিকার করে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের গর্বিত মালিক হলেন নড়াইল এক্সপ্রেস। লিগের ১৪ ম্যাচ শেষে ৩৫ উইকেট নিয়ে এতদিন গেল মৌসুমের সেরা শিকারি আবু হায়দার রনির সাথে একই সমান্তরালে ছিলেন টাইগারদের এই দিনবদলের মহানায়ক।
মাশরাফির ৩ উইকেটের উজ্জ্বল পারফরম্যান্সে সোমবার খেলাঘরকে হারিয়েছে আবাহনী। আর ম্যাচ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘লিগের শুরুতে জানতাম এ মৌসুমে পুরোটা খেলার সুযোগ আছে। যেহেতু টি-টোয়েন্টি খেলছি না। নিদাহাস ট্রফিতে যাওয়ার সুযোগ ছিল না। মাইন্ড সেটটা ওইরকম ছিল না, তবে প্রস্তুতি যেন ঠিকঠাক হয় পরের ওয়ানডে সিরিজ আসার আগে। এই লিগ তাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত সব ভালো যাচ্ছে। শুরু থেকে এখনো পর্যন্ত এটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। ’
এদিকে এমন সাফল্যের পরও ঘরের মাঠে গত ত্রিদেশীয় সিরিজের ফাইনালের হারটি এখনও পোড়া দেয় মাশরাফিকে, ‘পরিশ্রম তো করতেই হবে। আমি লাকে অনেক বিশ্বাসী, এটাও গুরুত্বপূর্ণ। চেষ্টা অবশ্যই করতে হবে। সবচেয়ে বেশি খুশি হতাম ট্রাই নেশন চ্যাম্পিয়ন হলে। তাপরও একটার পর একটা সিরিজ আসবে। চেষ্টা ও চালিয়ে যেতে হবে, কষ্টও করতে হবে। যতদিন খেলব। তারপর কিছু পেলে তো ভালোই লাগে। সেটা হলে ভালো লাগে, না হলেও পরের দিনে আবার উঠে একই কাজ করতে হয়। ওটা ধরে চলা খুব কঠিন। ’
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৮
এমএমএস/এইচএল