কিউইদের দ্বিতীয় ইনিংসে নিজের ১৭তম ওভারের সময় অ্যান্ডারসন ক্যারিয়ারের ৩০ হাজার ২০তম ডেলিভারি দিয়ে রেকর্ডটি গড়েন। ৩০ বছর বয়সী এ তারকা ভাঙেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের রেকর্ডটি।
অ্যান্ডারসনের ওপরে এ তালিকায় এখন রয়েছেন ইতিহাসের সেরা তিন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও মুত্তিয়া মুরালিধরন। মুরালি তার ক্যারিয়ারে ৪৪ হাজার ৩৯টি বল করে সবার ওপরে রয়েছেন।
এর আগে ২০১৬ সালে ইংলিশদের হয়ে টেস্টে রেকর্ড ৫০০ উইকেট শিকার করেছেন তিনি। এ ম্যাচ শেষে ১৩৬ টেস্টে তার উইকেট সংখ্যা ৫৩১-এ দাঁড়ালো। যেখানে ৫৬৩ উইকেট নিয়ে পেসার বোলারদের মধ্যে সবার ওপরে থাকা গ্লেন ম্যাকগ্রাকে পেরিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অ্যান্ডারসন।
সাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মুরালিধরন। এ তালিকায় অ্যান্ডারসনের বর্তমান অবস্থান পঞ্চম।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৮
এমএমএস