সক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ৪৮৮ ও ৩৪৪/৬ ডিক্লেয়ার
অস্ট্রেলিয়া- ২২১ ও ১১৯ (৪৬.৪ ওভার)
অজিদের ইতিহাসে এটি চতুর্থ বড় হারের রেকর্ড। আর ১৯৩৪ সালের পর এতো বাজে ভাবে হেরেছে দলটি।
স্মিথ-ওয়ার্নার ছাড়া সফরকারী অজিরা ভালো করবে না সেটা অনেকটা জানাই ছিল। যেখানে চতুর্থ দিনই ৮৮ রানের ৩ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে দলটিল। আর শেষ দিন তো ভারনন ফিল্যান্ডার ঝড়ে দাঁড়াতে পারলো না। বাকি ৭ উইকেটে যোগ হলো মাত্র ৩১ রান। মানে ১১৯ রানেই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব এদিন ব্যক্তিগত ২৪ রানে ফিল্যান্ডারের বলে বোল্ড হন। পরে দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে নিজেদের স্কোর নিতে পারেননি।
১৩ ওভারে ৫ মেডেনসহ ২১ রানে ৬টি উইকেট তুলে নিয়েছেন ডানহাতি পেসার ফিল্যান্ডার। দুটি উইকেট পান ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা মরনে মরকেল। আর একটি উইকেট পান কেশব মাহারাজ।
ম্যাচ সেরা হয়েছেন ফিল্যান্ডার। আর পুরো সিরিজে অসাধারণ বোলিং করা কাগিসো রাবাদা সিরিজ সেরার পুরস্কার হাতে তোলেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৮
এমএমএস