ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার বোল্ট ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ট্রেন্ট বোল্ট। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতে নিয়েছেন এই তারকা পেসার।

আগের দু’বার বর্ষসেরা হয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০১৭-১৮ সিজনে কিউইদের সেরা টেস্ট খেলোয়াড়ের খেতাবও উঠেছে বোল্টের হাতে।

এ সময়ে সব ফরমেট মিলিয়ে ৭৭টি উইকেট দখল করেন ২৮ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের ট্রফি উঁচিয়ে ধরেন রস টেইলর। সেরা ফার্স্টক্লাস ব্যাটসম্যান হিসেবে ‘রেডপাথ কাপ’ও গ্রহণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো সেরা বোলার হয়ে ‘উইনসর কাপ’ জিতে নেন নেইল ওয়াগনার।

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সেরার আসনে বসেন মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো। নারীদের ওয়ানডে ও টি-২০ ফরমেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন সোফি ডিভাইন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।