মুরালি বিশ্বাস করেন, এই দুই স্পিনারই হায়দ্রাবাদের সেরা অস্ত্র হবে। তিনি তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
মুরালি বলেন, ‘আমরা অবশ্যই দু’জন স্পিনারকে খেলাব। আর সাকিব অলরাউন্ডার হওয়ায় আমাদের জন্য বেশ সুবিধে হয়েছে। ’
টেস্ট ক্রিকেটে রেকর্ড উইকেট সংগ্রহকারী মুরালি মনে করেন, সাকিবের ডেথ ওভারের সময় বল করার সম্ভাবনা রয়েছে। আর ২০১৭ সালের ফর্ম ধরে রাখবেন আফগানিস্তান তারকা রশিদ।
মুরালি আরও বলেন, ‘দারুণ খবর হচ্ছে, সাকিব পাওয়ার-প্লে ও ডেথ দুই সময়েই বল ভালো করে। যেখানে রশিদ গত মৌসুমে আমাদের উইকেটটেকার ছিল। হয়তো তাদের দু’জনকে আমরা দারুণভাবে ব্যবহার করতে পারবো। ’
আইপিএলে এর আগে সাত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন সাকিব। দলটির দু’বার চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও দারুণ ভূমিকা রাখেন তিনি। তবে এ মৌসুমে নিলামে হায়দ্রাবাদ সাকিবকে ২ কোটি ভারতীয় রুপিতে দলে ভেড়ায়।
অন্যদিকে গত মৌসুমে তরুণ রশিদ খানকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। সেই আসরে তিনি দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন।
আগামী ৯ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচটিতে সাকিবদের প্রতিপক্ষ রাজস্থান রয়েলস।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৮
এমএমএস