এই সিরিজের পরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। যদিও এফটিপি অনুযায়ী অজিদের বিপক্ষে একটি ও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল দেশটির।
১ জুলাই জিম্বাবুয়ে ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজটি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। ৮ জুলাই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৩, ১৬, ১৮, ২০ ও ২২ জুলাই।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
এমএমএস