সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে ৪০৩ রানের জবাবে পূর্বাঞ্চল ৩০০ রানে গুটিয়ে যায়। ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৪২ রান করেছে দক্ষিণাঞ্চল।
দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া তুষার ইমরান দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছোড়েছেন। তার সঙ্গী ২৯ রান করা সৌম্য সরকার। ৪২ রান করে বিদায় নেন ফজলে মাহমুদ। দুই ওপেনার শাহরিয়ার নাফিস (২৪) ও এনামুল হক বিজয় (০) অবশ্য খুব একটা সুবিধে করতে পারেননি।
পূর্বাঞ্চলের হয়ে দুটি উইকেট নিয়েছেন পার্টটাইম বোলার মোহাম্মদ আশরাফুল। এক উইকেট পান আবু জায়েদ রাহি।
এর আগে ৩ উইকেট হারিয়ে ৯৫ রানে তৃতীয় দিন শুরু করা পূর্বাঞ্চল ২০৫ রান যোগ করে আলআউট হয়। আগের দিনের অপরাজিত লিটন দাস ৭৫ রানে বিদায় নেন। মাঝের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও শেষ দিকে জাকির আলী (৭৬) ও মোহাম্মদ সাইফুদ্দিনের (৭৫, অপ) ব্যাটে ভালো সংগ্রহ পায় দলটি।
দক্ষিণাঞ্চলের হয়ে ৪ উইকেট তুলে নেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আর ৩টি করে উইকেট পান দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও নায়েম হাসান।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস