চার দিনের এই টুর্নামেন্ট স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে কাজে আসবে, মত টাইগারদের ব্র্যাডম্যান খ্যাত মুমিনুলের।
রোববার (১৫ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে মুমিনুল বলেন,'ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এটাই হয়তো শেষ চার দিনের ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন তো কঠিন, সেখানে উইকেট বাউন্সি হয়, অনুশীলনে সেই বিষয়টা কি মাথায় রাখছেন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে টাইগারদের এই টেস্ট স্পেশালিস্ট বলেন ,'আপাতত বিসিএল নিয়েই ভাবছি। বিসিএল শেষ হলে হয়তো ওইটা নিয়ে চিন্তা করবো। আর কন্ডিশনের ব্যাপারটা হলো, আপনি যদি কঠিন মনে করেন, তাহলে কঠিন। আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতি নিয়ে নিবো। আশা করি ভালো কিছু হবে। '
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ডে খেলা হয়নি পূর্বাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। তবে ১৭ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ৫ম রাউন্ড দিয়ে আবার মাঠে ফিরছেন মুমিনুল।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস