গত বছরের অক্টোবরে তরুণ ইমামকে ওয়ানডে স্কোয়াডে নেওয়ায় সমালোচনা শুনতে হয়েছিল ইনজিকে। তবে চাচার আস্থার প্রতিদান দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করে।
এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফাস্ট বোলার ওহাব রিয়াজের। ইনজুরির কারণে বাদ পড়েছেন দেশটির শীর্ষ টেস্ট স্পিনার ইয়াসির শাহ। এছাড়া ঘরোয়া ওয়ানডে কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী শান মাসুদও ইনজুরির কারণে জায়গা পাননি।
আগামী ১১ মে ডাবলিনে আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান। পরে ইংল্যান্ডে ২৪ মে ও ১ জুন লর্ডস ও লিডসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সরফরাজ আহমেদ ও তার নেতৃত্বে দলটি।
পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ, আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হরিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী, ফাহিম আশরাফ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস