ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ইনজুরিতে মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এবার ইনজুরিতে মুশফিক

ঢাকা: ভাগ্যিস! এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক কোনো সিরিজ নেই। থাকলে কী দুর্দশাটাই না হতো! কেন বলছি? তামিম, তাসকিন ও মিরাজের পর এবার ইনজুরিতে পড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম।

জানা গেছে, বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ  রাউন্ড চলাকালে অনুশীলনে তার নর্থ জোনের সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তিনি গোড়ালিতে চোট পান।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেবাশীষ বলেন, মুশফিক গোড়ালিতে চোট পেয়েছে চারদিন হলো। এখন ওকে বিশ্রাম নিতে হবে। প্রতি সপ্তাহে আমরা ওর অবস্থা মূল্যায়ন করবো। সেরে উঠতে কতোদিন লাগবে এখনই বলা যাচ্ছে না।

তাহলে নিশ্চিত করেই বলা যাচ্ছে বিসিএলের শেষ দুই রাউন্ডে মুশফিককে পাচ্ছে না তার দল নর্থ জোন।

বাংলাদেশ  সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।