সুযোগটি শতভাগ কাজে লাগিয়ে বলটি মিড উইকেটের অনেক ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন কৃষ্ণাপ্পা গৌতম। কাটায় কাটায় জয়সূচক ১৬৮ রান এলো ৭ উইকেটের খরচায়।
৩’শ স্ট্রাইক রেটে গৌতম ১১ বলে খেলছেন ৩৩ রানের টর্নোডো ইনিংস। এরআগে ৩৯ বলে ৫২ ও ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন সানজু স্যামসন ও বেন স্টোকস।
ম্যাচশেষে মুম্বাইয়ের হয়ে সেরা উইকেট শিকারি হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। দু’জনই ২টি করে উইকেট নিয়েছেন। বাকি ৩ উইকেটের ১টি মোস্তাফিজ এবং বাকি দু’টি মিচেল ম্যাকলেনাঘান ও ক্রুনাল পান্ডিয়ার।
এরআগে রোববার (২২ এপ্রিল) জয়পুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে সূর্যযাদবের ৪৭ বলে ৭২ এবং ইশান কিশানের ৪২ বলে ৫৮ রানে ৭ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় মুম্বাই।
রাজস্থানের হয়ে বলহাতে জোফরে আর্চার ৩টি, ধাওয়াল কুলকার্নি ২টি এবং জয়দেব উনারকাট নিয়েছেন ১টি উইকেট।
৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জোফরা আর্চার।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৮
এইচএল/এনএইচটি