টুর্নামেন্টের গেল দুই আসর ৬ দলের হলেও এবারেরটিতে অংশ নিচ্ছে ৫ দল। দলগুলো হলো, বেক্সিমকো ঢাকা, র'নেশন্স খুলনা মাস্টার্স, সিলেট মাস্টার্স, চিটাগং মাস্টার্স ও রাজশাহী মাস্টার্স।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মে।
আয়োজকরা প্রত্যাশা করছেন গেল দুই আসরের সকল ভুলভ্রান্তি কাটিয়ে উঠে এবারের আসরটি আরও গোছালো ও উন্নত আঙ্গিকে মাঠে গড়াবে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দল আইকনসহ ৫ ক্রিকেটারকে আগেই নিশ্চিত করেছে। তাই বাকি ক্রিকেটারদের এই ড্রাফটের মাধ্যমে বেছে নেয়া হয়। ড্রাফট শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দুই আহবায়ক সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন।
আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপ বাংলাদেশের পরিচালক সৈয়দ আবু আবেদ মোহাম্মদ সাহের, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত ও র'নেশন্স খুলনা মাস্টার্সের অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস