আসন্ন টি-১০ লিগে পাকিস্তানের ‘করাচিয়ান্স’, ভারতভিত্তিক ‘নর্দার্ন ওয়ারিয়র্স’ নামে দুটি নতুন দল যুক্ত হচ্ছে। টিম শ্রীলংকা ক্রিকেট এবার ‘রাজস্থানি হিরোজ’ নামে অংশ নেবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেও দল পাঠানোর আগ্রহ দেখানো হয়েছিলো। তবে পরে ইংলিশ ক্রিকেট বোর্ড ১০০ বলের নতুন এক ফরম্যাট নিয়ে কাজ শুরু করে।
আগামী সেপ্টেম্বরেই পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হওয়া সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। ফলে ওই সময় সেখানে ঘরোয়া ক্রিকেট আসর আয়োজনের কোনো সুযোগ নেই। তারপর একই ভেন্যুতে দুটি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে পাকিস্তান।
এছাড়াও আগামী বছর ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী আইপিএলের ভেন্যু হিসেবেও নাম এসেছে আরব দেশটির। ২০১৪ সালেও একই ভেন্যুতে সরে এসেছিলো আইপিএল। তারপর আবার আফগানিস্তানের ঘরোয়া ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ আয়োজন করা হবে আমিরাতেই। এসব কারণেই মূলত অনেকটা তাড়াহুড়ো করেই মাঠে গড়াচ্ছে সফল এই টুর্নামেন্ট।
গত বছর ১৪ই ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার নতুন সংস্ককরণ টি-১০ লিগের প্রথম আসর বসেছিল। ১৭ ডিসেম্বর আসরের পর্দা নামে। বিশ্বের অনেক নামীদামী ক্রিকেটারের অংশগ্রহণে বেশ সফল হয়েছিল সেই আসর। সেই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমজেএফ