এর ফলে ক্রিকেট ইতিহাসে এটিই হবে সবচেয়ে দামি ম্যাচের টিকিট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১৪ জুলাই ফাইনালের এ ম্যাচে বড়দের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য ৯৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ১৫৩)।
অন্য ম্যাচগুলোতে বড়দের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ পাউন্ড। তবে ছোটদের জন্য এক পাউন্ডের বিনিময়ে খেলা দেখার ব্যবস্থা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাজার পর্যাবেক্ষণ ও টুর্নামেন্টের খরচ বিবেচনা করে এই দাম নির্ধারণ করেছে ইসিবি।
বোর্ডটি পুরো টুর্নামেন্টর টিকিট বিক্রি থেকে ৪০ মিলিয়ন পাউন্ড আয় করার আশা করছে। ৪৬টি ম্যাচে ৮ লাখ টিকিট ছাড়া হবে। যেখানে ১০ থেকে ১৫ শতাংশ অর্থ আইসিসির কর্পোরেট স্পন্সর ও অন্য আন্তর্জাতিক বোর্ডে চলে যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এমএমএস