এরপর আর কখনোই তার লর্ডস কাঁপানো হয়নি। যদিও সেখানে খেলার সুযোগ পেয়েছেন খুবই কম।
তবে শুধু খেলার জন্য খেলা নয় মনে রাখার মতো আরেকটি ইনিংস তিনি সেখানে খেলতে চান। ‘চেষ্টা থাকবে ভালো খেলে মনে রাখার মতো ম্যাচ খেলব। ’
শনিবার (২৮ এপ্রিল) মিরপুর বিসিবি লাউঞ্জে তিনি এমন প্রত্যয় তিনি ব্যক্ত করেন।
ম্যাচটিতে বাংলাদেশ থেকে তামিম ইকবালের সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান। তাই বেশ গর্বিত তিনি। সেটা অন্য কোনো কারণে নয়। প্রথমমত লাল-সবুজের দেশ থেকে দু’জন বলে। আর দ্বিতীয়ত ভেন্যুটি লর্ডস বলে। ‘আমাদের সবার জন্য গর্বের ব্যাপার হবে এটা। সাধারণত টিভিতে দেখেছি লর্ডসে বিশ্ব একাদশের খেলা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে দুজন সেখানে প্রতিনিধিত্ব করবে সামনে। এটা বড় ব্যাপার। ’
তামিম, সাকিব ছাড়াও বিশ্ব একাদশের হয়ে ম্যাচটিতে অংশ নিতে এরই মধ্যে নাম নিশ্চিত করেছেন দুই পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদী ও শোয়েব মালিক এবং লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের ওয়ানেড ও টি-টোয়েন্টি অধিনায়ক ওয়েন মরগ্যান।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এইচএল/এসএইচ