ছবি: সংগৃহীত
বোলিং পরীক্ষায় শুদ্ধ প্রমাণ করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার রোন্সফোর্ড বিটনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন ডানহাতি এ পেসারের বল প্রশ্নবিদ্ধ হয়েছিল।
বিটনের এই নিষেধাজ্ঞা সকল ক্রিকেট বোর্ডের ঘরোয়া লিগেও কার্যকর হবে। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সম্মতিক্রমে তাকে হয়তো ক্যারিবীয়ান ঘরোয়া লিগে দেখা যেতে পারে।
খুব দ্রুতই বিটন অ্যান্টিগুয়ায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং ক্যাম্পে যোগ দেবেন।
গত বছরের ২০ ডিসেম্বর কিউইদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন বিটন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।