গেল বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম লণ্ডভণ্ড হয়ে যায়। স্টেডিয়াম দুটি সংস্কারের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এ ম্যাচ আয়োজন করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব একাদশের হয়ে এ ম্যাচে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একই দলে তাদের সাথে খেলবেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ভারতের হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ইংল্যান্ডের ইয়ন মরগান, আফগানিস্তানের রশিদ খানের পর এবার যোগ হলো রঞ্চি ও ম্যাকক্লেনাগান।
বিশ্ব একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উইকেটরক্ষক ব্যাটসম্যান রঞ্চি বলেন, মানবতার কারণে ম্যাচটিতে অংশ নিচ্ছি। আমি দারুণ খুশি। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে খেলা হবে। এটা দারুণ সম্মানের বিষয়। লর্ডসে খেলা সব সময়ই আনন্দের। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে।
ম্যাকক্লেনাগান বলেছেন, এটা বড় একটি মঞ্চ। আমি ম্যাচটিতে খেলতে মুখিয়ে আছি। বড় তারকাদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি এবং ভালো লাগছে যে, একটি ভালো উদ্দেশ্যে ম্যাচটি খেলতে যাচ্ছি।
বিশ্ব একাদশ:
ইয়ন মরগান, দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনাগান, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, রশিদ খান, লুক রঞ্চি, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজ দল:
কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ১৭৪২, মে ০৭, ২০১৮
এমজেএফ